• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাল্য বিয়ের পরিণতি সন্তানকে হত্যা করাঃ পুলিশ সুপার, রংপুর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম বলেছেন, সন্তানকে বাল্য বিয়ে দেয়ার পরিণতি হচ্ছে তাকে হত্যা করা। আর মাদক হচ্ছে সন্ত্রাস জঙ্গীবাদসহ সকল অপরাধের মা। তাই শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজনকে একজোট হয়ে মাদক ও বাল্য বিয়েকে রুখতে হবে। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে শিক্ষার্থীদের। কারণ তারাই আগামী দিনে সমাজের বিভিন্ন স্থানে প্রতিনিধিত্ব করবে।

সোমবার দুপুরে গঙ্গাচড়া সরকারি কলেজ মাঠে গঙ্গাচড়া মডেল থানার আয়োজনে ও গঙ্গাচড়া কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্যবিয়ে বিরোধী অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের নানা সমালোচনা করে তাদেরকে জনবান্ধব হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জেলা বিশেষ শাখা মোঃ ফজলে এলাহী। গঙ্গাচড়া কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাংবাদিক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বক্তব্য রাখেন গঙ্গাচড়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ব্যবসায়ী নুর আমীন। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ইমাম, কাজী, সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য গঙ্গাচড়া কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জেলা বিশেষ শাখা মোঃ ফজলে এলাহী, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, গঙ্গাচড়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ব্যবসায়ী নুর আমীন ও সমাজ সেবায় অবদান রাখার জন্য অটোচালক আব্দুল্লাহ্ আল সুমনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here