• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমার উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন নং-১২ নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুনের সভাপতিত্বে নির্বাচনী পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইমরান হাসান সুমনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সদস্য এবং ০৯ নং সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদ আহমেদ শান্তু, ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান রুবেল প্রমুখ। উক্ত নির্বাচনী পথসভায় আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন স্মার্ট বাংলাদেশের রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় উপনীত হয়েছে তাই আসছে আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার মনোনীত বাংলাদেশ আওয়ামী লীগের ৩য় বারের মতো নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারকে পূর্ণরায় নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দলমত নির্বিশেষে পূর্ণরায় নৌকা প্রতিককের বিজয় নিশ্চিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আহবান জানান।

Place your advertisement here
Place your advertisement here