• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সফল প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্বুদ্ধ করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিষয়ে সমাজে ইতিবাচক ধারণার প্রসার ঘটানোর লক্ষে বৃহস্পতিবার গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে গ্রাম বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। 

গ্রাম বিকাশ কেন্দ্রের শাখা ব্যবস্থাপক (মাইক্রো ফিন্যান্স) মো: মেহেদী হাসানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন মো: গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ ছেযারম্যান মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মোসাদ্দেকুর রহমান, ইউপি সদস্য আজাহার আলী, ইউপি সদস্য,বদিউজজ্জামান বুলু, মো: মোজাম্মেল হক প্রমুখ।  স্বাগত বক্তব্য ও উদ্দেশ্য বর্ণনা করেন টেনিক্যাল অফিসার মো: জিয়াউর রহমান। উপস্থাপনা করেন টেকনিক্যাল অফিসার (পুষ্টি), সুরাইয়া আকতার। 

কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন, গঙ্গাচড়া ও আলমবিদিতর ইউনিয়নের প্রায় ৪৫জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথির বৃন্দের বিচারকমন্ডলী পর্যবেক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সফলতার প্রথম স্থান অধিকার করেন ছবি বেগম, দ্বিতীয় স্থান অধিকার করেন মো: হেলাল উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: জাহেদুল ইসলাম। তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে গঙ্গাচড়া ইউনিয়নের ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৩টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি হেয়ারিং এইড  প্রদান করা হয়।

Place your advertisement here
Place your advertisement here