• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুর সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ফোরলেন রাস্তার কাজ শেষে করে বাসায় ফেরার পথে রংপুর জেলার মিঠাপুকুরে ট্রাকের ধাক্কায় মোঃ মঞ্জুরুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ড নিশ্চিন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নির্মাণ শ্রমিককে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মোঃ মঞ্জুরুল ইসলাম উপজেলার বাতাসন লতিবপুর গ্রামের মৃত: জয়নাল মিয়ার ছেলে। তিনি রংপুর-ঢাকা ফোরলেন রাস্তায় নির্মাণ শ্রমিক ছিলেন। 

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান শেখ এ তথ‍্য নিশ্চিত করেছেন।

মঞ্জুরুলের বন্ধু মোঃ ফকরুল ইসলাম জানান, মঞ্জুরুল চায়না কোম্পানির আওতায় কন্ট্রাক্টর হিসেবে ফোরলেন রাস্তা নির্মাণের কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। নিশ্চিন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় আসলে ফোনে কথা বলতে রাস্তা পার হওয়ার সময় অপরদিক হতে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সে। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান শেখ জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here