• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে স্তব্ধ কর্মসূচি   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পদ্মা সেতুর মত নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবারের বাজেটে বরাদ্দের দাবিতে স্তব্ধ কর্মসূচি পালন করেছেন রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তা পাড়ের মানুষ ও নগরবাসী। 

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১১টা ৫ মিনিট তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ব্যানারে স্তব্ধ কর্মসূচিতে নগরীর মডার্ন মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সিটি বাজার, কাচারী বাজার, মেডিকেল মোড়, সাতমাথাসহ নগরীর ২৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, মহানগর সুজনের সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here