• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

কাউনিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না রিং চাল জব্দ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় জলাশয় থেকে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামে অভিযান চালায় মৎস্য বিভাগ।

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নদী নালা, খাল, বিল ও জলাশয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে।বিশেষ করে নিষিদ্ধ রিং জাল ব্যবহারে মাছের প্রজ্বনন ক্ষতিগ্রস্থ হচ্ছে। নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেড তাহমিনা তারিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময়  নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ১২ টি  (৭২০) ফিট  এবং ২০০ মিটার লম্বা একটি কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মুল্য প্রায় ৮২ হাজার টাকা। পরে জব্দ কৃত জাল উপজেলা পরিষদ চত্তরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আগুরা  বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার,,, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, সহকারি মৎস্য কর্মকর্তা মাহবুব উল আলম ও ক্ষেত্রসহকারী আশরাফুল আলম।

Place your advertisement here
Place your advertisement here