• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কূপ খননকালে আটকেপড়া শ্রমিককে ১০ ঘণ্টা পর জীবিত উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে বাড়ির টয়লেটের কূপ খনন করতে গিয়ে বালু ধসে মাটির নিচে আটকেপড়া শ্রমিক আবু হাসানকে (২৮) উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে জীবিত উদ্ধার করেন।

এদিন বিকেল তিনটার দিকে বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটায় জনৈক বাবলু দাসের বাড়িতে কূপ খনন করতে গিয়ে মাটির ২০ ফুট নিচে আটকা পড়েন আবু হাসান। নির্মাণশ্রমিক আবু হাসান পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বদরগঞ্জ পৌর এলাকার বালুয়া ভাটা গ্রামের বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকে কাজ করছিলেন আবু হাসানসহ তিন শ্রমিক। দুপুর আড়াইটার দিকে খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে আটকা পড়েন তিনি।

খবর পেয়ে রংপুর ও বদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। জীবিত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধারে কূপের নিচে সরবরাহ করা হয় অক্সিজেন।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন বলেন, প্রায় ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই শ্রমিকের দুই পায়ে গুরুতর জখম হয়েছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here