• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে শনিবার তাদের জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী এলাকার আনারুল মিয়ার ছেলে রতন মিয়া, কাঁঠালী গ্রামের রইচ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার আমোদপুর গ্রামের লাল চন্দ্রের ছেলে শয়ন চন্দ্র ও পীরগাছা উপজেলার কুতুবপুর এলাকার আবদুল মজিদ মিয়ার ছেলে আজাদুল ইসলাম।

পুলিশ জানায়,  গত ৩১ মে রংপুর নগরীর অটো চার্জার ব্যবসায়ী মো. শাহিন মিয়া অটো কেনার জন্য পীরগঞ্জ উপজেলা সদরের বাসস্ট্যান্ডে যান। অটো কিনে রাত ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক ধরে রংপুর নগরীর তাজহাট এলাকায় বাড়ি ফিরছিলেন। পথে মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে পৌঁছামাত্র ৫/৭ জন শাহিন মিয়াকে ধরে আটক করেন। তার হাত-পা বেঁধে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে অটো নিয়ে চলে যান ছিনতাইকারীরা। এ সময় শাহিন মিয়া ছিনতাইকারীদের চিনে ফেললেও কোনো কথা বলেননি। পরে তিনি কোনভাবে হাত পায়ের বাঁধন খুলে বাড়িতে ফেরেন। পরদিন মিঠাপুকুর থানায় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করেন।

রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান বলেন, গ্রেফারকৃতরা অটো ছিনতাই করার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে আটক ওই ৪ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here