• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর জেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজন প্রার্থী লড়বেন ওই পদে। রোববার (২৫ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন এবং সাধারণ সদস্য পদে ছয়জন মনোনয়ন প্রত্যাহার করেন। এর আগে যাচাই বাছাইয়ে সাধারণ সদস্য পদে চারজনের মনোনয়ন বাতিল করা হয়। এখন চেয়ারম্যান পদে দুইজনসহ সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ এবং সাধারণ সদস্য পদে ২৯ জন লড়াই করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১৭ জন এবং সাধারণ ৮টি ওয়ার্ডে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১০৯৫ জন। নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। এরপর প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Place your advertisement here
Place your advertisement here