• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিশ্ব উচ্চ রক্তচাপ উপলক্ষে রংপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে টাউন হল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি উদ্বোধন করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু।

আলোচনা অনুষ্ঠানে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান। অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ সরোয়ার জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মো. জয়নাল আবেদীন জুয়েল, ডা. এএস এম রাহেনুর মন্ডল আপেল, ডা. জাহাঙ্গীর কবির পলাশ, ডা. বিভাস চন্দ্র মহন্ত ,ডা. মন্জুরুল হাসান মেনন, ডা. কাওসার আহমেদ, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন প্রমুখ। এ আয়োজনে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর দীর্ঘ দিন থেকে স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন উঠান বৈঠক কর্মশালা নিয়মিত করে আসছে। এ পর্যন্ত ২৯৬টি উঠান বৈঠক ও জনসচেতনতামূলক সেমিনার ৫৬টি করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here