• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে ডিজিটাল প্রতারক গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ডিজিটাল প্রতারণার মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহআলম (২৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।গ্রেফতার শাহআলম বগুড়া জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গত মার্চ মাসে অনলাইনে জনৈক এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় এই প্রতারক। এ ঘটনায় গত ২৬ এপ্রিল রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভুক্তভোগী। ওই মামলায় অধিযাচন পত্র পেয়ে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩।
পবরর্তীতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল গাজীপুরের মধ্য ভোগড়ায় অভিযান পরিচালনা করে শাহ আলমকে গ্রেফতার করে। এ সময় একটি মোবাইল, তিনটি সিমকার্ড, ব্যাংকের দুইটি এটিএম কার্ড ও আলামতের স্ক্রিন শট জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত শাহআলম দীর্ঘদিন থেকে অনলাইনে অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

Place your advertisement here
Place your advertisement here