• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে প্রতিবন্ধীদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার ঢোলের বাজার এলাকায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।

প্রধান অতিথির বক্তব্যে মওলা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন সকল স্তরের বাঙালীকে নিয়ে একটি সোনার বাংলা গড়ে তুলতে। তাই আজকের এই দিনে এই উপজেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের নিয়ে এই আয়োজন।তাদের মাঝেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম পৌঁছে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরু, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মহসিন আলী, সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here