• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চাহিদা বেশি হওয়ায় গঙ্গাচড়া থেকে এবার জাম্বুরা যাচ্ছে ঢাকায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

গঙ্গাচড়া থেকে এবার জাম্বুরা যাচ্ছে ঢাকায়। বাজারে চাহিদা রয়েছে প্রচুর। সে তুলনায় সরবরাহ কম। অন্যান্য ফলের মতো জাম্বুরা চাষে লোকজনের আগ্রহ কম।

আগে স্থানীয় হাটবাজারে জাম্বুরা বিক্রি হলেও সেই জাম্বুুরা এখন ঢাকা যাচ্ছে। স্থানীয় পাইকাররা চাষির বাড়ি থেকে জাম্বুরা কিনে এক জায়গায় সংগ্রহ করে পরে ঢাকাগামী বাসে করে ঢাকা নিয়ে যান।

গঙ্গাচড়ার সদর এলাকার ব্যবসায়ী মমিনুর ও নজরুল জানান, প্রতিদিন গঙ্গাচড়া থেকে কমপক্ষে ১০ থেকে ২০ বস্তা জাম্বুরা ঢাকার হাজারীবাগ ও কোম্পানিঘাটে নিয়ে যান। বস্তাপ্রতি ভাড়া দিতে হয় ৩২০ টাকা।

তারা জানান, ঢাকায় জাম্বুরা চাহিদা অনেক। সে তুলনায় সরবরাহ করা যায় না। এসব জাম্বুরা গঙ্গাচড়া ছাড়াও পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার কালীগঞ্জ, তুষভান্ডার, দই খাওয়া, চাপা থেকে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে থাকেন। প্রতি পিস জাম্বুরা কেনেন পাঁচ থেকে আট টাকায়। মমিনুর রহমান জানান, খরচ বাদ দিয়ে দিনে ৪০০/৫০০ টাকা করে টেকে। এ দিয়েই সংসার চলছে কোনো রকমে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ঢাকায় জাম্বুরার চাহিদা থাকায় ব্যবসায়ীরা মুনাফাও করছে। জাম্বুরা পুষ্টিকর ফল হলেও বাণিজ্যিক ভিত্তিতে চাষ কম হচ্ছে। তবে বাণিজ্যিকভাবে কেউ চাষ করলে অন্য ফসলের মতো জাম্বুরা চাষেও অধিক মুনাফা করা যেতে পারে।

Place your advertisement here
Place your advertisement here