• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে বৃদ্ধাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৩ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে জমি নিয়ে বিরোধের জেরে মতুবা খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন।

নিহত মতুবা খাতুন উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের স্ত্রী।
গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার নুর ইসলাম ওরফে কেতা, তার স্ত্রী আমেনা খাতুন ও বাঘ সুলতানের স্ত্রী কলিমন নেছা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতুবা খাতুনের স্বামী আইয়ুব আলী কবিরাজের সাথে ১০ শতক জমি নিয়ে প্রতিবেশী বাঘ সুলতানের বিরোধ চলছে। শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী জমিতে গাছের চারা রোপণ করতে যান। এসময় বাঘ সুলতানের নেতৃত্বে ৮/১০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আইয়ুব আলী ও তার স্ত্রী মতুবা খাতুনের ওপর হামলা চালায়। একপর্যায়ে সুলতান কোদাল দিয়ে মতুবা খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকার লোকজন মতুবাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের জামাতা মজিবর রহমান ৮ জনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here