• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

মিঠাপুকুরের বিভিন্ন করলাখেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। চাষিরা নানা ধরনের প্রতিষেধক ব্যবহার করেও কোনো প্রতিকার পাচ্ছে না। একদিকে বাড়ছে চাষাবাদ খরচ, অন্যদিকে কমছে ফসল উত্পাদন। এতে বিপাকে পড়েছেন করলা চাষিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, মিঠাপুকুরে ৩৩০ হেক্টর জমিতে করলা চাষ হয়েছে। এর মধ্যে রাণীপুকুর, লতিবপুর, কাফ্রিখাল ও পায়রাবন্দ ইউনিয়নে করলার চাষাবাদ বেশি। গত বছরের তুলনায় চলতি মৌসুমে চাষাবাদ করতে গিয়ে কৃষকদের পড়তে হয়েছে অজ্ঞাত রোগের আক্রমণে।

সরেজমিনে রাণীপুকুর এরশাদ মোড় এলাকার কৃষকরা জানান, চলতি মৌসুমে অজ্ঞাত ভাইরাসের আক্রমণ ও পাতা মোড়ানো (বাবরী) রোগে দিশেহারা কৃষক। মৌসুমে ছয় মাস ধরে ফসল তোলা গেলেও চলতি মৌসুমে এক মাসও ফসল তুলতে পারেনি অনেকে। রাণীপুকুর এলাকার কৃষক রাশেদ মিয়া বলেন, ফসল লাগানোর কিছুদিনের মধ্যে করলা গাছের আগা অজ্ঞাত রোগে মুড়িয়ে যাচ্ছে। স্থানীয় কীটনাশক দোকান হতে ওষুধ কিনে খেতে দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরেক কৃষক সোহাগ মিয়া বলেন, রোগের আক্রমণের কারণে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। প্রতি বছর ছয়-সাত বার ফসল তুলতে পারলেও চলতি বছরে অনেকে শুধু একবার ফসল ঘরে তুলতে পেরেছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, করলা মৌসুমি ফসল। এটি চাষাবাদ করতে বিভিন্ন ধরনের ভাইরাস ও রোগের আক্রমণ হয়। কিন্তু সঠিক সময়ে কীটনাশক ব্যবহারের ফলে ক্ষতি কমানো যায়। তিনি আরো বলেন, ভাইরাসে আক্রান্ত গাছগুলো তুলে পুঁতে ফেলতে হবে, না হলে অন্য গাছগুলোতে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here