• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগঞ্জে বই বিতরণ উৎসব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণের অংশ হিসেবে গতকাল বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলা সদরের কসিমন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম মমিন। 

পীরগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ আবদুল মমিন মণ্ডল এ সময় তার সাথে ছিলেন। 

এদিকে উপজেলার আরাজী গঙ্গারামপুর বালিকা দাখিল মাদ্রসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পৌর আ”লীগের সভাপতি আলহাজ হাইফুজ্জামান ফুল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন জানান,উপজেলার ২’শ ১ টি শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ৮ লাখ ৫ হাজার ৭’শ বই বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে ৪’শ ৪০ টি প্রতিষ্ঠানে ৭০ হাজার ৩’শ শিক্ষার্থীর মাছে বিরতনকৃত বইয়ের পরিমাণ বলতে পারেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

 তিনি বলেন“আমি নতুন এসেছি, এসব এখনও আমার নলেজে নেই”।

Place your advertisement here
Place your advertisement here