– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

সঙ্গী সত্যিই ভালোবাসে কি না বুঝার উপায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সবার জীবনেই সঙ্গীর প্রয়োজন হয়। আর আবেগের বশে অনেকে শুধু বাহ্যিক সৌন্দর্য বিবেচনা করেই সঙ্গী বেছে নেন। যা হতে পারে আপনার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। সৌন্দর্য নয় বরং জীবনসঙ্গী বেছে নিতে তার গুণ দেখা অধিক জরুরি।

জীবনে চলার পথে মনের মতো মানুষ না পেলে দেখা দিতে পারে বড় ধরনের সমস্যা। তাই সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা জরুরি। অনেকেই সম্পর্কে জড়ানোর পর এমনকি বিয়ের পর সংসার জীবনে গিয়ে টের পান যে তিনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

আর তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে যাচাই-বাছাই করুন একবার নয়; প্রয়োজনে শতবার।

পরে দেরি হয়ে গেলে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা ছাড়া আর অন্য কোনো উপায়ও থাকে না। তাই কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে বা পরে কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন।

এক্ষেত্রে কয়েকটি লক্ষণ দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সে কি সত্যিই আপনার কদর করে নাকি সবটাই অভিনয়-


আপনাকে কি সম্মান করে?
সম্পর্কে একে অন্যকে সম্মান করা জরুরি। পরস্পরের প্রতি সম্মান না থাকলে দেখা দিতে পারে সমস্যা। আপনার সঙ্গী যদি কথায় কথায় আপনাকে হেয় করে তাহলে অবশ্যই সতর্ক থাকুন। কারণ সম্পর্কের প্রথমদিকেই এ অবস্থা হলে ভবিষ্যতে সে আপনাকে পাত্তাই দেবে না।

আপনার প্রতি কি যত্নবান?
সবাই চায় সঙ্গী যেন তার প্রতি যত্নবান হয়। সঙ্গী ভালোবাসবে ও খেয়াল রাখবে এটুকু চাওয়া নিয়েই অনেকে সম্পর্কে জড়ান। তবে এ স্বপ্ন অনেকেরই পূরণ হয় না। তাই যদি দেখেন সঙ্গী আপনার প্রতি যত্নবান নন, তাহলে অবশ্যই সতর্ক হন।

রাগলে কি খারাপ ব্যবহার করে?
দাম্পত্য জীবনে ঝগড়া কিংবা মনোমালিন্য হওয়া স্বাভাবিক। আর এ কারণে রাগ অভিমানও চলে। তবে সেই রাগের বহিঃপ্রকাশ যদি খুব খারাপ হয় তাহলে সতর্ক থাকুন।

কথায় কথায় সঙ্গী রাগ করছেন আর আপনি তা ভাঙাচ্ছেন, এভাবে চললে ভবিষ্যত খারাপ হতে পারে। এই লক্ষণ দেখলে এমন মানুষের কাছ থেকে দূরে থাকুন।

নিজের মত কি চাপিয়ে দেয়?
অনেকেই আছেন যারা সঙ্গীর ওপর সব সময় নিজের মত চাপিয়ে দেন। আপনার সঙ্গীও যদি এ ধরনের হন, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে।

উল্লেখিত লক্ষণগুলো দেখলে প্রথমেই সঙ্গীর সঙ্গে বিষয়গুলো নিয়ে খোলাখুলি আলাপকরুন। এরপরও যদি সমস্যা না মেটে তাহলে নিজের মতো করে সিদ্ধান্ত নিন। কারণ, মনে রাখবেন জীবনটা কিন্তু আপনার। আপনার জীবনের প্রতি আপনাকেই খেয়ার রাখতে হবে।

Place your advertisement here
Place your advertisement here