• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কেমন হবে বিজয় দিবসের সাজ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ। বাংলাদেশ রাষ্ট্রের অর্ধশতাব্দী পূর্তির আনন্দে আজ নারী-পুরুষ, শিশু-বৃদ্ধদের বাধভাঙ্গা উচ্ছ্বাসে মুখর হবে পাড়া-মহল্লা, গলি থেকে রাজপথ। বিজয়ের দিনটাতে ফ্যাশনে প্রাধান্য পায় লাল ও সবুজ এই দুটি রং। বাঙালি নারীরা তাই লাল-সবুজ শাড়িতে অনন্যা হয়ে ওঠেন এ দিনে। পোশাকে লাল-সবুজের সমাহারের সঙ্গে সাজটা কিন্তু হওয়া চাই মানানসই। কেমন হবে বিজয় দিবসে নারীর সাজ, চলুন জেনে নেওয়া যাক।   

শাড়ির সঙ্গে ভারী সাজ ভালোই লাগবে। তাছাড়া এখন শীতকাল। তাই সাজ নষ্ট হওয়ার ভয় থাকে না।
মেকআপের আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। তার পর স্ক্রাবিং করে নিতে ভুলবনে না।  এর পর একটি শীট মাস্ক লাগিয়ে তার কিছুক্ষণ পর সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন। 
প্রথমে মুখে পাঁচ মিনিট ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বক নরম করে নিতে হবে। তার পর লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে ত্বকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। এবার হালকা ফেস পাউডার লাগিয়ে তার ওপর পিচ বা গোলাপি ব্লাশন বুলিয়ে নেবেন।
বিজয়ের দিনের সাজে চোখে পানিরোধক কাজল ভালো হবে। পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো পরে নেবেন। পাপড়িতে মাশকারা দিলে কিন্তু চোখ সুন্দর দেখায়। লিপস্টিকে রং গোলাপি, ব্রাউন, লাল, কমলা রঙের শেড হলে মানাবে। সবশেষে শাড়ির পাড়ের রঙের সঙ্গে মিলিয়ে একটা টিপ কিন্তু আপনাকে করে তুলবে অনন্যা। 
চুলের ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে কন্ডিশনিং করে নেবেন। খোলা চুলে ওয়েভ কার্ল, স্পাইরাল করে নিলে মন্দ হবে না।  
যারা চুল আটকে রাখতে আগ্রহী তারা চুলে বেণি করতে পারেন। পনিটেল, ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে। শাড়ি পরলে হাত খোঁপা করে নিতে পারেন। খোঁপায় গুঁজে নিতে পারেন লাল একটা গোলাপ। 
শুধু পোশাকে নয়, সাজে বিজয়ের ছোঁয়া আনতে হাতে লাল-সবুজ চুড়ি, গলায় সবুজ পুঁথির মালা, সঙ্গে কানের দুল ও অন্যান্য গহনাও পরতে পারেন। গালে জাতীয় পতাকা আঁকিয়ে নিতে পারেন। আর সব শেষে সুগন্ধির ছোঁয়ায় নিজেকে সতেজ করে নিতে কিন্তু ভুলবেন না।

Place your advertisement here
Place your advertisement here