– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

লাইভে সংবাদ উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

টিভি চ্যানেলে খবর পড়ছিলেন মার্কিন সঞ্চালিকা কর্নেলিয়া নিকোলসন। তার চোখ ছিল টেলিপ্রম্পটারের দিকে। হঠাৎই বুঝতে পারেন স্টুডিওর বাঁ-দিক থেকে তার দিকে কেউ এগিয়ে আসছেন। এরপরই খবর পড়া থামিয়ে দেন। তাকিয়ে দেখেন হাতে ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে তার প্রেমিক রিলি নাজেল। ওই সংবাদমাধ্যমেরই সাংবাদিক তিনি। সঞ্চালিকা প্রেমিকাকে বিয়ের প্রস্তাবের সারপ্রাইজ দিতে লাইভ টিভিকেই বেছে নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই প্রেমপ্রস্তাবের ভিডিও। যেখানে রিলি বলছেন, “কর্নেলিয়ার সঙ্গে চার বছর আগে একটি সংবাদমাধ্যমের অফিসেই আলাপ হয়েছিল। তুমি ভীষণ ভালো স্বভাবের। তুমি এতটাই উজ্জ্বল যে গোটা ঘর আলো করে দাও।”

এরপরই আংটি হাতে কর্নেলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রিলি। হাসি মুখে সেই মিষ্টি প্রস্তাবে রাজিও হয়ে যান। রিলি আংটি পরিয়ে দিতেই একে অপরকে চুমু খান তারা। ভিডিও নজর কেড়েছে অনেক নেটিজেনেরই। বলছেন, এমন মিষ্টি প্রেমপ্রস্তাব পেতে কার না ইচ্ছে করে!

যদিও অনেকে বলছেন, পাবলিসিটি স্টান্ট দিতেই এসব কাণ্ড! তবে কারণ যা-ই হোক, আপাতত সোশ্যাল মিডিয়ার চর্চায় কর্নেলিয়া ও রিলি।

Place your advertisement here
Place your advertisement here