• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাংক দেওয়ার বিরুদ্ধে জার্মান জনগণ!              
রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এরমধ্যে রয়েছে জার্মানিও। এখন জার্মানির কাছে অত্যাধুনিক লিওপার্ড-২ ট্যাংক চাচ্ছে কিয়েভ। তবে তাদের এ ট্যাংক দেওয়ার বিরুদ্ধে মত দিয়েছেন বেশিরভাগ জার্মান।

ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়া নিয়ে একটি জরিপ চালায় দেশটির বার্তাসংস্থা ডিপিএ। এ জরিপে অংশ নেন ২ হাজার ৭৫ জন।

জরিপটি পরিচালনাকারী সংস্থা ইউগোভ জানিয়েছে, প্রায় ৪৫ শতাংশ মানুষ বলেছেন, তারা চান না ইউক্রেনকে এ ট্যাংক দেওয়া হোক। লিওপার্ড-২ ট্যাংককে জার্মানির সামরিক প্রযুক্তির আইকন হিসেবে ধরা হয়।

জরিপে অংশ নেওয়া মাত্র ৩৩ শতাংশ ইউক্রেনকে লিওপার্ড ট্যাংক দেওয়ার পক্ষে মত দিয়েছে। আর বাকি ২২ শতাংশ সরাসরি হ্যাঁ বা না বলেননি।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অবশ্য আগে থেকেই ইউক্রেনকে এ ট্যাংক দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তার দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেউ এখনো এ ধরনের অস্ত্র দেয়নি। এছাড়া জার্মানরা জানিয়েছেন, এ ট্যাংক ব্যবহারে ইউক্রেনীয় ট্যাংক সেনাদের আগে অনেক প্রশিক্ষণ নিতে হবে।

সূত্র: এমএসএন নিউজ

Place your advertisement here
Place your advertisement here