• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দ্রুতই শেষ হচ্ছে না ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: জাতিসংঘ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুতই শেষ হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান এ ইঙ্গিত দেন। 

গুতেরেস বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে নিকট ভবিষ্যতে শান্তি আলোচনার পথ দেখছি না। নিকট ভবিষ্যতে আমি কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আশবাদী নই।

চলতি বছরের শেষ সংবাদ সম্মেলনে জাতিসংঘ প্রধান বলেন, আমার মনে হচ্ছে সামরিক সংঘাত চলবে। সিরিয়াস আলোচনার মোমেন্টামের জন্য আরো অপেক্ষা করতে হবে।

সম্প্রতি ‘নতুন বছর ও ক্রিসমাস’ উপলক্ষে রাশিয়ার যুদ্ধ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, তারা যুদ্ধ বন্ধ করবে না। যুদ্ধ বন্ধ নিয়ে ইউক্রেন আনুষ্ঠানিক কোনো আবেদনও জানায়নি।

Place your advertisement here
Place your advertisement here