• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ১৬৪

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভ থেকে আটক হয়েছে প্রায় ছয় হাজার জনকে। এক কোটি ৯০ লাখ মানুষের দেশটিতে গত এক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে। 

আটকদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় এক সপ্তাহের সহিংসতায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে দেশটির বৃহত্তম শহর আলমাতিতে ১০৩ জনের প্রাণ গেছে।

জানা গেছে, বিক্ষোভ শুরু হয়েছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে। কিন্তু পরে সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

গত ২ জানুয়ারি বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির ক্ষমতাসীন সরকার চরম সঙ্কটে পড়েছে। বিক্ষোভ দমাতে না পেরে রাশিয়ার সহায়তা নিচ্ছে কাজাখস্তান। 

এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি আছে।

Place your advertisement here
Place your advertisement here