• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভারতে ৬০ লাখ করোনা রোগীর মধ্যে ৫০ লাখই সুস্থ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মোট সংক্রমিতের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। তবে আশার কথা সুস্থতার সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়ছে। ৬০ লাখ রোগীর মধ্যে ৫০ লাখ রোগীই সুস্থ হয়েছেন। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮২ হাজার ১৭০ জন। যা গতকালের চেয়ে ৬ হাজার কম। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এখনো পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জন।

কভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হার ভারতে শুরু থেকেই আশাব্যাঞ্জক। দেশটিতে এখনো পর্যন্ত মোট ৫০ লাখ ১৬ হাজার ৫২০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভারতে মোট আক্রান্তের ৮২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৮৯৩ জন। অ্যাকটিভ রোগী রয়েছেন ৯ লাখ ৬২ হাজার ৬৪০ জন।

Place your advertisement here
Place your advertisement here