• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আগামী সপ্তাহে হতে পারে প্রাথমিকের দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে সভায় বসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বুয়েট।

সভায় বুয়েট জানায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ। তবে খাতাগুলো যাচাই-বাছাই করতে হবে। এই কাজ খুব সাবধানতার সঙ্গে করতে চায় বুয়েট। সেজন্য কিছুটা সময় লাগবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানান, আজ ফলাফলের সার্বিক তথ্য জানতে বুয়েটের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি আগামী সপ্তাহে ফল প্রকাশ করতে পারবো। 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার লাখ ৩৯ হাজার ৪৪৩। তিন বিভাগে মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬০৩টি, কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি।

Place your advertisement here
Place your advertisement here