• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চিঠি পাঠিয়েছে ৬০ বছর আগের প্রেমিকা, রেগে স্বামীকে হত্যার চেষ্টা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘ ৬০ বছর আগে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক ব্যক্তি। সেই নারী ওই ব্যক্তিকে একটি চিঠি (পোস্টকার্ড) পাঠিয়েছেন। তবে সেই পোস্টকার্ড দেখতে পেয়ে তার ৭১ বছর বয়সী স্ত্রী তাকে হত্যা করার চেষ্টা চালিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে জানান, তার স্ত্রী তাকে হত্যার চেষ্টা করেছেন। এরপর পুলিশ ফ্লোরিডা থেকে বার্থা ইয়াল্টারকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। সে সময় তার শরীরে গুরুতর বেশ কয়েকটি ক্ষত দেখা যায়, যা থেকে রক্ত পড়ছিল। কামড় দেওয়ার কারণে এই ক্ষতের সৃষ্টি হয়েছে।


উত্তর মিয়ামি বিচ পুলিশ জানিয়েছে, ইয়াল্টার ও তার স্বামী প্রায় ৫২ বছর ধরে সংসার করছেন। ভুক্তভোগী স্বামীর মতে, ষাটের দশকে তাদের বিয়ে হওয়ার আগে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল তার। ওই নারী সম্প্রতি তাকে একটি পোস্টকার্ড পাঠিয়েছেন।


এত বছর পর সেই পোস্টকার্ডটি তার স্ত্রী দেখতে পেয়ে ভীষণ রেগে যান। এরপর তাকে বালিশ দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।


তদন্তকারীরা জানিয়েছেন, ফোনে ধারণ করা আক্রমণের কিছু ভিডিও পাওয়া গেছে। তা দেখে ধারণা করা হচ্ছে, অভিযোগটি সত্য। আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইয়াল্টার স্বামীকে আক্রমণের কথা স্বীকারও করেছেন।


ইন্ডিপেনডেন্ট বলেছে, ৭১ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে খুনের চেষ্টাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তাকে তার স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আইনজীবী এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here