• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নাসিক নির্বাচনে জীবনের প্রথম ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৩ জন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এই প্রথম তৃতীয় লিঙ্গের চারজনের মধ্যে তিনজন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তারা হলেন, সন্ধ্যা, রুবিনা ও মুসকান।

সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। এছাড়া দেওভোগ শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মুসকান।  এই কেন্দ্রে আরও একজন তৃতীয় লিঙ্গের ভোটার থাকলেও সে ভোট দেননি। প্রথমবার ভোট দিতে পেরে সন্ধ্যা, রুবিনা ও মুসকান আনন্দিত।

ভোট  দেওয়ার পর তারা বলেন, জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করবো কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা তিনজনই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি।

আমরা আশা করি জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।

Place your advertisement here
Place your advertisement here