• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নিজেই তৈরি করুন হ্যান্ড স্যানিটাইজার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশসহ বিশ্বের ১৯২টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছেন ১৪ হাজার ৭৪৬ জন। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জনে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ৪০ জন। 

এ ভাইরাসের এখন পর্যন্ত প্রতিরোধের উপায় হাত জীবাণুমুক্ত রাখা। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস এরই মধ্যে আমাদের দেশেও সংক্রমণ ঘটিয়েছে। এ থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিচ্ছেন নানা পরামর্শ। তবে বাজারে হ্যান্ড স্যানিটাইজারগুলো বলতে গেলে পাওয়াই যাচ্ছে না। আবার যেগুলো আছে তা অনেকেরই নাগালের বাইরে।

আপনি কিন্তু বাড়িতেই খুব সহজে অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে নিতে পারেন। কম খরচে আর বাড়িতে থাকা উপকরণেই বানিয়ে নিন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার। জেনে নিন বানানোর উপায়-

যা যা লাগবে- 
অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, বিশুদ্ধ পানি, টি ট্রি অয়েল ২ ফোঁটা, হেক্সাসল।

যেভাবে বানাবেন- 
সব উপকরণ একসঙ্গে মেশান। সবকিছু ৭ঃ২ঃ১ অনুপাতে নিয়ে মেশাতে হবে। এরপর জীবাণুমুক্ত খালি বোতলে সংরক্ষণ করুন। 

Place your advertisement here
Place your advertisement here