• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নয়নতারার সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লেডি সুপারস্টার খ্যাত নয়নতারা ও জয় অভিনীত ‘অন্নপূরণি’ সিনেমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’র মতো বিষয়ের প্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও শ্রীরামকে নিয়ে ‘বিতর্কিত মন্তব্য’ করা হয়েছে বলেও অভিযোগ দর্শকের একাংশের।

এসব অভিযোগে অন্নপূরণি সিনেমার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক ব্যক্তি।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। এই সিনেমা আপাতত দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন।

ওই ব্যক্তি নয়নতারা, জয়, নীলেশ, প্রযোজক যতীন শেট্টি, আর রবীন্দ্রন ও পুণীত গোয়েঙ্কা, জি স্টুডিওজ চিফ বিজনেস অফিসার শারিক পটেল ও নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষকর্তা মণিকা শেরগিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিজের পোস্টে তিনি জি ও নেটফ্লিক্সকে 'হিন্দুবিরোধী' বলেও সম্বোধন করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে শাহরুখ খানের হাত ধরে বলিউডে পা রাখেন নয়নতারা। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন তিনি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যায় তাকে। বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে এই ছবি।

Place your advertisement here
Place your advertisement here