• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

আমার এখন পর্যন্ত সেরা কাজ ‘হাবিবি’: নুসরাত ফারিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

নুসরাত ফারিয়া। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বেশ মনোযোগ আর যত্নের সাথে যেটি করছেন, তা হলো গান। সংখ্যায় খুব অল্প হলেও দারুণ আলোচিত এসব কাজ। নতুন গান ‘হাবিবি’ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিন এর সঙ্গে। 

তাহলে হলিউডের তারকাদের মতো গানে অভিনয়ে সমানতালের একজন তারকা পাওয়া গেল?
না, আমি তো আমার মতো। আর একই সঙ্গে গান করেছেন দিতি আপা, মৌসুমী আপাসহ অনেকেই। তবে হ্যাঁ। আমার প্রেজেন্টেশন আর প্রজেকশনটা ভিন্ন।

সেটা কিভাবে আলাদা হয়ে ওঠে? এটাকি এসভিএফ এর ওপরে? না, আপনি চিন্তা করেন?
এটা উভয় পক্ষেরই। তবে এটা মাথায় থাকে, যাই করি না কেন, তা দর্শক শ্রোতাদের মনকে নাড়া দিতে হবে। আমার ‘পটাকা’ সিঙ্গলসটা হিট না হলে পরেরটা আসতো না। তার এই ইন্ডাস্ট্রিটাই এমন। 

চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে দেশের ঈর্ষণীয় ছবিটিতে কাজ করলেন। একের পর এক গান প্রকাশ করছেন। ক্যারিয়ার গোলটা কি?
ঋাল কাজ করে যাওয়া বাকি জবাব আমার ঐ দর্শক শ্রোতারাই দেবে।

এর আগে ইমরান হাশমি’র সঙ্গে একটি ছবি ফিরিয়ে দিয়েছিলেন। এখনকার বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই এদেশের তারকাদের ব্যাপারে আগ্রহী। এরপর কতগুলো অফার পেলেন?
পেয়েছি। তবে যে প্রজেক্টে আমি হ্যাঁ বলবো। সেই প্রজেক্টটা সেট এ গড়াবে, সেই খবরটিই দিতে চাই। ছবি ফিরিয়ে দিলাম- এটা খবর হতে চাই না।

কন্ট্রোভার্সি তো সেই আল্লাহ মেহেরবান থেকেই আপনার পিছু পিছু, সেক্ষেত্রে হাবিবি’ নিয়ে কেমন প্রত্যাশা!
কন্ট্রোভার্সি নিয়ে ভেবে কেউ তো কাজ করে না। আমিও করিনি। তবে এটা এ যাবত্কালের সেরা একটি কাজ। এটুকু বলতে পারি।

নতুন বছরে আরও কতগুলো গান পাবো?
সেটা সময় বলে দেবে। তবে কী এরপর প্লেব্যাকেও নিজের কণ্ঠে— সেটা প্রডিউসার ডিমান্ড করলে, গল্পের প্রয়োজন পড়লে। আমি তো ফিল্মেও ডিসিশন মেকার কেউ নই।

Place your advertisement here
Place your advertisement here