• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেরোবিতে মুখতার ইলাহী হলের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী হস্তান্তর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হস্তান্তর এবং আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি) দুপুরে শহীদ মুখতার ইলাহী হল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.  হাসিবুর রশীদ শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও ক্রীড়া চর্চাও করা দরকার। ক্যাম্পাসে খেলার মাঠসহ অন্যান্য সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করার আশ্বাস দেন উপাচার্য। 

তিনি আরো বলেন, আইডি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের পরিচিতি ও নিরপত্তা নিশ্চিত করা সহজ হয়। এ জন্য সবাইকে আবাসিক হলের নিয়ম যথাযথভাবে মেনে চলার আহবান জানান তিনি।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মোঃ শাহীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ আল হেলাল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম ও বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম প্রমুখ।

এ সময় হলের সহকারী প্রভোস্টবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ  উপস্থিত ছিলেন। শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একই হলের সহকারী প্রভোস্ট নিয়াজ শাখদুম।

Place your advertisement here
Place your advertisement here