• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেরোবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অবস্থান কর্মসূচি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আজ সকাল ১০টায় রংপুর বেগম বিশ্ববিদ্যালযয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ প্রমোশন ও গ্রেডেশনের নীতিমালা সংশোধনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। 

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে প্রক্টর মোহাম্মদ শরিফুল ইসলাম তৃতীয়  ও চতুর্থ শ্রেণীর ইউনিয়নের নেতৃস্থানীয়দের ( তৃতীয় শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মাহবুবুর রহমান ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ নুর আলম) সাথে নীতিমালা সংশোধনের ব্যাপারে  ঘন্টাব্যাপী আলোচনা করেন। 

আলোচনায় আগামী জানুয়ারি'২৪ এর শেষ সপ্তাহে একটি সিন্ডিকেট সভার মাধ্যমে নীতিমালা সংশোধন করে পাশ করার আশ্বাস দিলে তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীগণ অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে। 

উল্লেখ্য, গত ১৫ ই ডিসেম্বর'২৩ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বর্ণিত নীতিমালা সংশোধনের কথা থাকলেও তা সংশোধন করা হয়নি। এরূপ ঘটনার প্রেক্ষিতে অদ্য তারা এ অবস্থান কর্মসূচি গ্রহণ করে বলে জানা যায়।

Place your advertisement here
Place your advertisement here