• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেরোবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এসময় উপাচার্য বলেন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক সভার মাধ্যমে সমস্যা সমাধানের পাশাপাশি প্রতিষ্ঠানও উপকৃত হবে। তিনি আরো বলেন, এধরনের আয়োজনে সকল অংশীজনে উপস্থিতি প্রয়োজন। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আরো সামনে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

অর্ভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রক্টর মোঃ শরিফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সাব্বীর আহমেদ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী সভাটি সঞ্চালনা করেন। 

Place your advertisement here
Place your advertisement here