– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

বেরোবিতে র‌্যাগিংয়ে কঠোর হুঁশিয়ারি, প্রতিরোধে তিনস্তরের পদক্ষেপ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবাগত শিক্ষার্থীদের র‌্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিং প্রতিরোধে তিনস্তরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম।

প্রক্টর শরিফুল ইসলাম জানান, র‍্যাগিং প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য আমরা তিন ধরনের পদক্ষেপ নিয়েছি। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে পোস্টারিংয়ের মাধ্যমে র‌্যাগিংয়ের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রতিটি বিভাগে এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তৃতীয়ত, প্রক্টরিয়াল বডি প্রতিনিয়ত ক্যাম্পাসে টহল দিবে।

শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’ নামক অমানবিক নির্যাতন করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে শরিফুল ইসলাম জানান, ‘র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যারও সৃষ্টি হয়। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করলে অভিযোগ পাওয়ামাত্র অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

তার পরেও যদি কোন শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয় তাহলে তাকে নির্ভয়ে তার নিজ বিভাগে অথবা প্রক্টর অফিসে অভিযোগ প্রদান করার পরামর্শ দিয়েছেন প্রক্টর শরিফুল ইসলাম।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামীকাল রবিবার (৩ সেপ্টেম্বর)। এ দিন সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

Place your advertisement here
Place your advertisement here