• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনায় এক দিনে দুই কর্মচারীকে হারাল হাবিপ্রবি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনায় আক্রান্ত হয়ে একই দিনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি ) দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুলাই) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃত মঞ্জুরুল ইসলাম (৫০) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় মাস্টাররোলে কর্মরত গাড়িচালক এবং আবু বক্কর (৫৬) নিরাপত্তাকর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ডঃ মোঃ মফিজুল ইসলাম। তিনি বলেন,'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মঞ্জুরুল ইসলাম অসুস্থ হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি। গতকাল (শুক্রবার) দিনেও তার পরিবারের মানুষের সাথে মুঠোফোনে কথা হয়েছে। কিন্তু রাত ১০ টায় জানতে পারলাম তিনি আর নেই আমাদের মাঝে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক সেই প্রার্থনা করি।'

এদিকে শুক্রবার রাত ১১ টায় করোনায় ইন্তেকাল করেছেন হাবিপ্রবির নিরাপত্তাকর্মী আবু বক্কর (৫৬) । বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মোঃ রবিউল ইসলাম। অসুস্থতা বোধ করায় আবু বক্কর এম. আব্দুর রহিম মেডিক্যালে চিকিৎসার জন্য ভর্তি হন। কিন্তু সকলের মায়া ত্যাগ করে শুক্রবার তিনি ইন্তেকাল করেন। মরহুম আবু বক্করের বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নাই নামক স্থানে। 

বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। মঞ্জুরুল ইসলাম ও আবু বক্করের অকাল মৃত্যুতে তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের সাবধানে চলাচল করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Place your advertisement here
Place your advertisement here