• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত

দৈনিক রংপুর

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ ( সংশোধিত ) অনুযায়ী সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারনে দেশের সাতটি বেসরকারি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করেছে সাস্থ্য অধিদপ্তরের সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বেসরকারি মেডিকেল কলেজ গুলো হল- (০১) বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া ঢাকা, (০২) বেসরকারি আশিয়ান মেডিকেল কলেজ, ঢাকা, (০৩) বেসরকারি নর্দান (প্রাঃ) মেডিকেল কলেজ, রংপুর, (০৪) বেসরকারি আইচি মেডিকেল কলেজ, উত্তরা ঢাকা, (০৫) বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, গুলশান-২,ঢাকা,(০৬) বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা, (০৭) বেসরকারি নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল , ধানমন্ডি, ঢাকা। 

বাংলাদেশ সরকারের সাস্থ্য  অধিদপ্তরের সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি মতে, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনা ও পরিচালনা নীতিমালা ২০১১ ( সংশোধনী ) অনুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ৩টি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ৪টি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ সকল কলেজ সরকারের নিকট থেকে অনুমোদন নবায়ন করেনি।

এই সাতটি মেডিকেল কলেজে নতুন করে ভর্তির কোন সুযোগ নেই এবং এর কোন কলেজ বিদ্যমান নীতিমালা লংঘন করে যদি নতুন করে ভর্তি কার্যক্রম চালু রাখে তার দায় কোন ভাবেই সরকারের নয়।

Place your advertisement here
Place your advertisement here