• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি। নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এদিন সন্ধ্যার পর খনির ১২০৯ ফেইস থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে, নতুন ফেইস ১২০৯ থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলন করা হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। ৩.৬০ লাখ টন লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ ফেইস থেকে আগামী জুলাই পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব হবে। উত্তোলিত এ কয়লা দিয়ে আগামী জুলাই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই উৎপাদন শুরু করা হয়েছে। সব ঠিক থাকলে উত্তোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে ১৪১২ নম্বর ফেইসের মজুদ শেষ হলে গত ২৯ ডিসেম্বর খনির কয়লা উত্তোলন কর্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ।

Place your advertisement here
Place your advertisement here