• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভালোবাসা দিবসে আদালতে প্রেম সংক্রান্ত ৩৬ মামলার শুনানি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দিনটিকে স্বরণীয় করে রাখতে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে।

বুধবার এ আদালতে শুধু প্রেম-ভালোবাসা সংক্রান্ত মামলাগুলোরই শুনানি হয়। আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার বুধবার বেলা ১১টার দিকে এজলাসে বসে বিচারিক কার্যক্রম শুরু করেন।

তিনি জানান, ৩৬টি মামলার শুনানি হবে আজ বিকেল পর্যন্ত। আর এসব মামলার সবগুলোই প্রেম-ভালোবাসা সংক্রান্ত।

এদিন শুনানির জন্য আদালতে আসা যুগলদের ‘লাভ ক্যান্ডি’ দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মকবুল হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আজকে ভিন্ন মাত্রায় আদালত বসেছে। ট্রাইব্যুনালের অসম প্রেমে জড়ানো ও তা থেকে অভিভাবকদের অপহরণ এবং বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলাগুলো আজ শুনানির জন্য রাখা হয়। বিচারক সংশ্লিষ্টদের পড়াশুনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।

নওগাঁ জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আসলে মামলাগুলো ভিন্ন ভিন্ন দিনে শুনানি করলে বিচারক মহোদয় সবাইকে একই উপদেশ দিতে পারতেন না। মামলাগুলো একই দিনে শুনানির উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here