• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশ থেকে দেড় হাজার নার্স নেবে কুয়েত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার নার্স নেবে কুয়েত। আশা করা হচ্ছে, চলতি বছরের মার্চের দিকে সব আনুষ্ঠানিকতা শেষে দেশটিতে বাংলাদেশি নার্সের কর্মসংস্থান চালু হবে।

বুধবার রাতে এক ভিডিও বার্তায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত বলেন, কুয়েতে প্রথমবারের মতো বাংলাদেশি নার্স নিয়োগের ব্যবস্থা চলছে। এ নিয়ে আলোচনা চলছে। কুয়েতের দুটি কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় দেড় হাজার নার্স নেবে। 

তিনি বলেন, কোম্পানি দুটির প্রতিনিধিরা এরই মধ্যে বাংলাদেশে গেছেন। প্রাথমিক সিলেকশনও হয়েছে। তারা বিএসসি ও ডিপ্লোমা নার্স নেবে। আশা করছি, মার্চ মাসের দিকে যদি তাদের সিলেকশন সম্পন্ন হয়, হয়তো তারা আসবে।

কুয়েতে নার্সের কর্মসংস্থান শুরু হলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বাড়তি সুবিধা পাবেন বলে এ সময় উল্লেখ করেন রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান।

তিনি বলেন, যদি নার্স আসা শুরু হয় এটা আমাদের জন্য বিভিন্নভাবে ভালো। প্রথমত, বাংলাদেশিরা হাসপাতালে গেলে ভাষাগত সমস্যায় পড়েন। তারা কথা বলতে পারেন না, সেখানে বাংলাদেশি নার্স থাকলে সুবিধা হবে। আর বড় পরিসরে কুয়েতের বাজারে দক্ষ কর্মী নেই। যদি তারা আসে, আমাদের মান উন্নয়ন হবে, সুনাম হবে।

বাংলাদেশি নার্সের হাত ধরে ভবিষ্যতে কুয়েতে আরো দক্ষ কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

Place your advertisement here
Place your advertisement here