• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘সচেতনতায় ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা রোধ সম্ভব’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

সচেতনতায় ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অগ্নি দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর এবং শ্রম অধিদফতরের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

শ্রম সচিব বলেন, প্রতি বছর অগ্নিকাণ্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস হয়। অনেক প্রাণহানি ঘটে। অতি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সবার সচেতনতা খুবই জরুরি।

তিনি বলেন, পরিবারের সব সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশল জানাতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। সবার কাছে নিকটবর্তী ফায়ার সার্ভিসের ফোন নম্বর সেভ করে রাখতে হবে।

মহড়া অনুষ্ঠানে শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমারের সভাপতিত্বে বিকেএমইএ-এর নির্বাহী মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফজলুর রশিদ বক্তৃতা করেন।

Place your advertisement here
Place your advertisement here