• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভাগ্নের বিয়েতে মারামারি, প্রাণ গেল খালার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাগ্নের বিয়ের দাওয়াত খেতে এসে প্রতিপক্ষের হামলায় রওশন আরা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সাঘাটা পুলিশ ঐ নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যাদুর তাইড় (চৌধুরীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মমতাজুল হক। মারামারিতে নিহত রওশন উপজেলার মথরপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার যাদুর তাইড় (চৌধুরীপাড়া) গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে রাশেদ মিয়ার বিয়ের অনুষ্ঠানে আসেন খালা রওশন আরা বেগম। এরই মধ্যে অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমের এমপ্লিফায়ার হারিয়ে যায়। আর এ ঘটনাকে কেন্দ্র করে মারামারি শুরু হয়। এ সময় রওশন আরা বেগম বাধা দিলে প্রতিপক্ষের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসধীন আবস্থায় তার মৃত্যু হয়।

সাঘাটা থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় রওশন আরা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here