• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে জেএমবি সদস্যের যাবজ্জীবন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রুহুল আমীন বাবু নামে এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন বাবুর বাড়ি পাটগ্রামের সমশেরপুর মুন্সীরহাট এলাকায়।

পিপি জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম শহর এলাকার রসুলগঞ্জ কলেজ রোডের একটি স মিল থেকে অভিযান চালিয়ে জেএমবি সদস্য রুহুল আমীন বাবুকে আটক করে র‍্যাব-১৩। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি উগ্রবাদী ও আড়াই’শ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। পরে তার নামে পাটগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‍্যাব। দীর্ঘশুনানি শেষে সোমবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করে আদালত।

পিপি বলেন, অস্ত্র আইন ১৮৭৮ এর ১৪ ধারা (১৯ এফ) ও ১৯ (এ) ধারায় রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে অস্ত্র আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি এ মামলায় যতদিন জেল খেটেছেন, তা সাজা থেকে বাদ যাবে।

Place your advertisement here
Place your advertisement here