• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘সেনাবাহিনী দোকান ঘর তুলে না দিলে পথে বসতে হতো’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

গলাচিপায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর পক্ষ থেকে গৃহ নির্মান করে দেওয়া হয়েছে। পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়ন, গলাচিপা সদর ইউনিয়ন এবং পৌরসভার ৯নং ওয়ার্ডের দোকান ঘর নির্মান করে দেয় বাংলাদেশ সেনাবাহিনী।

গত বৃহস্পতিবার সকাল থেকে শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনীর মেজর স্মৃতি দত্ত এর নেতৃত্বে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্তাবধানে সেনাবাহিনীর একটি টিম সকাল থেকে ২টি ইউনিয়ন ও পৌরসভায় ৩টি গৃহ নির্মাণ করে দেয়।

গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অনিল শাহা বলেন, ‘আমার দোকান ঘরটি গাছ পড়ে ভেঙে গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর আমার দোকান ঘরটি তুলে না দিয়ে পথে বসতে হতো।’ 

গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের কালাম মৃধা বলেন, ‘সেনাবাহিনীর পক্ষ থেকে আমার ঘর নির্মাণ করে দিছে। আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। তারা যেন মানব সেবায় সবসময় মানুষের সেবা করতে পারে। 

এ প্রসঙ্গে সেনাবাহিনীর মেজর স্মৃতি দত্ত জানান, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারেকে সেনাবাহিনীর সদস্যরা গৃহ নির্মাণ করে দিয়েছে। মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর এটা একটি চলমান প্রক্রিয়া।

Place your advertisement here
Place your advertisement here