• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে এলএসডির খাদ্যগুদাম চত্বরে এর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের এমপি মো. মজাহারুল হক প্রধান।

ডিসি সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল হোসেন, সদর ইউএনও মো. গোলাম রব্বানী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আলম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সদর থানার ওসি মো. খলিলুর রহমান প্রমুখ।

জেলা খাদ্য কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, লটারির মাধ্যমে সদর উপজেলার দশটি ইউপির ৩৮ হাজার ৬৫৩ জন কৃষক নির্বাচিত হয়েছে। তাদের কাছ থেকে সরাসরি ২৬ টাকা কেজি দরে তিন হাজার ৬৩ মেট্রিক টন ধান কেনা হবে।

Place your advertisement here
Place your advertisement here