• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডিমলায় তিন গাঁজাসেবীর কারাদন্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডিমলায় তিন গাঁজাসেবীর এক মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায় এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী ডাঙ্গাপাড়া গ্রামের কাইয়ুম আলী (২৮), আশরাফুল ইসলাম (৩২) এবং তৌহিদুল ইসলাম(২৩)। 

ভ্রাম্যমান আদালতের সূত্র মতে, রাত নয়টার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মধ্য শালহাটি বালাপাড়া নামক স্থানের একটি বাঁশঝাড়ে বসে গাঁজা সেবন করছিলেন তারা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাঁজা সেবনের সময় আটক করে ডিমলা থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক প্রত্যেকের এক মাস করে কারাদন্ড এবং দুইশত টাকা করে জরিমানা করেন।
 
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার দুপুরে দন্ডিতদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here