• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আসুন জিহ্বার দোষগুলো পরিহার করি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

জিহ্বার মাধ্যমে আমাদের অসংখ্য মারাত্মক দোষ (গুনাহ) সংগঠিত হয়ে থাকে। যেগুলো জিহ্বা ব্যতীত অন্য কোনো অঙ্গ দ্বারা সংগঠিত হতে পারে না।

আসুন আমরা জিহ্বার দোষগুলো সম্পর্কে জানি এবং তা পরিহার করার চেষ্টা করি। জিহ্বার দোষগুলো-

(১) নাম খারাপ করে ডাকা/নাম ব্যাঙ্গ করা।
(২) খারাপ ঠাট্টা-বিদ্রূপ করা;
(৩) অশ্লীল ও খারাপ কথা বলা;
(৪) গালি দেয়া;
(৫) নিন্দা করা;
(৬) অপবাদ দেয়া;
(৭) চোগলখুরী করা;
(৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে
দেয়া;
(৯) মোনাফিকী করা ও দুই মুখে কথা বলা;
(১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা
(১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা
করে আনন্দ লাভ করা;
(১২) গীবত করা;
(১৩) খারাপ উপনামে ডাকা;
(১৪) অভিশাপ দেয়া;
(১৫) সামনা-সামনি প্রশংসা করা;
(১৬) মিথ্যা স্বপ্ন বলা।
(১৭) চিৎকার,চেঁচামিচি করা।

Place your advertisement here
Place your advertisement here