• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

`আমাদের প্রধানমন্ত্রী ভাওয়াইয়া গান পছন্দ করেন এবং শোনেন`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

ভাওয়াইয়াকে আবেগের গান উল্লেখ করে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, 'সহজ-সরল মানুষের গান। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাওয়াইয়া গান পছন্দ করেন এবং শোনেন। উত্তরাঞ্চলের ভাওয়াইয়ার সুর এখন বিশ্বজুড়ে সমাদৃত।’ 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে রংপুর টাউন হলে ভাওয়াইয়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভাওয়াইয়া অঙ্গন রংপুরের ১৪ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।

মেয়র আরও বলেন, ‘শুধু পৃষ্ঠপোষকতার অভাবে এতদিন ভাওয়াইয়া শিল্পীরা দেশের গণ্ডি পার হতে পারেনি। কিন্তু এখন সেই দিন নেই। ভাওয়াইয়া শিল্পীরা দেশ-বিদেশে মঞ্চ মাতিয়ে বেড়াচ্ছে। তাদের সুরে বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের পরিচিতি বাড়ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. হারুন অর রশীদ, গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, গবেষক অধ্যাপক ড. শ্বাশত ভট্টাচার্য, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।

১ জানুয়ারি শুরু হওয়া দুইদিনের এই উৎসবে ভাওয়াইয়া বিষয়ক কর্মশালার পাশাপাশি শিল্পীদের গানের তালিম ও প্রশিক্ষণ দেয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here