• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে দুঃসংবাদ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আগামী ২১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যকার ঐতিহাসিক সিরিজ। অন্যতম বড় সিরিজ হলেও এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করতে পারবে না বিসিবি। ঘরোয়া ক্রিকেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে সিরিজের ম্যাচগুলো।

শনিবার রাতে ঢাকায় এসেছে অজি দল। বিসিবির দেওয়া সূচির একদিন আগেই ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া নারী দল। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে প্রথমবারের মতো তারা। তবে পাসপোর্ট হারিয়ে যাওয়ায় দলের সঙ্গী হননি মিডিয়া ম্যানেজার। 

ভিন্ন কারণে একসাথে আসতে পারেনি অ্যালিসা হিলির পুরো দল। দলটির মিডিয়া ম্যানেজার লুসি উইলিয়াম পাসপোর্ট হারানোয় দলের সঙ্গী হতে পারেননি। ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ ফাইনাল শেষে আসবেন বাকিরা।

সোমবারের মধ্যে আরও কয়েকভাগে সবাই চলে আসবে বলে জানিয়েছে বিসিবি। ভেন্যু ও টিম হোটেলের নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ সুবিধা দেখেছে অস্ট্রেলিয়ান হাই কমিশন কর্তারা। সোমবার (১৮ মার্চ) মিরপুরে যাবে সফরকারী দলের কোচ ও ক্রিকেটাররা।

এদিকে, অস্ট্রেলিয়া বধে স্পিন ট্র্যাক বানাচ্ছে বিসিবি। গামিনি তার দল নিয়ে উইকেটের কাজ করছেন। উইকেটে কালো মাটি স্পষ্ট। যতটুকু ঘাস আছে তাও ম্যাচের আগে ছেঁটে ফেলা হবে। তবে এমন একটি ঐতিহাসিক সিরিজ দেখা যাবে না টেলিভিশনের পর্দায়।

ঘরোয়া ক্রিকেটের মতোই ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করবে বিসিবি। খুলনার ক্যাম্প শেষে রোববার ঢাকার টিম হোটেলে ওঠেছে নিগার সুলতানার দল। মঙ্গলবার মিরপুরে অনুশীলন করবে স্বাগতিকরা।

Place your advertisement here
Place your advertisement here