• মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রাতারাতি ভাইরাল পিয়া জান্নাতুল, কী বলছেন তিনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দেশের শোবিজ অঙ্গনে পরিচিত নাম পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী- তিন পরিচয়েই জনপ্রিয় তিনি। আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কয়েকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। মূলত, সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীর পোশাকে একটি ভিডিওর সূত্র ধরেই ভাইরাল হয়েছে তিনি।
ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশ হওয়া একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সুমন। আর সেসময় সুমনের কথা শুনে পিয়া খানিকটা মুচকি হেসে ওঠেন। তার হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে পিয়ার ওই ভিডিও বসিয়ে দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হচ্ছে।

নেট দুনিয়ায় পিয়াকে নিয়ে তোলপাড় চললেও নিশ্চুপ তিনি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পিয়া বলেন, আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি বুঝি যারা দুই সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে এক সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।

ভিডিওটি দেখে অনেক তরুণ পিয়াকে ঘিরে তাদের মুগ্ধতার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমি দেখেছি। এটা বুঝতে পেরেছি যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন বেশিরভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।

পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে, ২০০৮ সালে। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন তিনি। পাশাপাশি মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেছেন পিয়া। ২০১২ সালে ‘চোরাবালি’র মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এছাড়া ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় বিচারকও ছিলেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here