• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি আমির আলী সুজন চন্দ্রকে গ্রেফতার করেছে পিবিআই।

সোমবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রংপুর পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম জাকির হোসেন।

তিনি বলেন, মামলা হওয়ার পর থেকেই তাজহাট থানার এএসআই আমির আলী কনস্টেবল সুজন চন্দ্রকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে রাখা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তা কর্তৃক রিকুইজিশন দেওয়া মেট্রোপলিটন আসামিদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করে। পরে আসামিদের গ্রেফতার দেখানো হয়।

এর আগে ১২ আগস্ট আবু সাঈদ হত্যা মামলার তদন্তের ভার পুলিশের কাছ থেকে নিয়ে পিবিআইকে দেওয়া হয়। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। দুটি মামলাতেই এক দুই নম্বর আসামি এই দুইজন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ছাত্রলীগ-যু্বলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হয়। ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় মামলা করেন ওই থানার উপপরিদর্শক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।

পরে ১৮ আগস্ট নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।

Place your advertisement here
Place your advertisement here