• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ডিমলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কয়েক দিনের টানা তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য নীলফামারীর ডিমলায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে নানা বয়সী বিভিন্ন পেশার প্রায় হাজার মানুষ নামাজের জন্য মাঠে হাজির হন। নামাজের ইমাম প্রথমে মুসল্লিদের উদ্যেশ্যে নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর নিকট মোনাজাত করেন তারা।

নামাজে ইমামতি করেন পশ্চিম ছাতনাই কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের হাফেজ মাওলানা ছাইফুল ইসলাম। তিনি বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

Place your advertisement here
Place your advertisement here